Tuesday, January 20, 2015

প্রতিযোগীতায় ঠিকে থাকতে নিজেকে প্রস্তুত করুন

মার্চেন্ডাইজিং পেশায় আগের মত সহজে আসতে পারছেনা । অনেক অনেক ক্মপিটিশন । প্রতি বছর হাজার হাজার টেক্সটাইল থেকে গ্রাজুয়েশন করে বের হচ্ছে । এর সাথে থকছে যারা নন টেক্সটাইল বেকগ্রাউন্ড তাদের এ পেশায় আসার আগ্রহ । সে কারণে প্রতিযোগিতা আরো বেড়ে যাচ্ছে । এখন এ পেশায় আসতে হলে প্রয়োজন প্রতিযোগীতায় টিকে থাকা ।

তাই যা করা উচিত –

1. অনেক বেশী পড়া লেখা করতে হবে ফ্যাশন ও প্রোডাক্ট নিয়ে ।
2. বুঝতে হবে ইন্টারনেশনাল ট্রেডিং ।
3. Understanding of brand & customer.
4. Fashion trend.
5. পোশাক শিল্পে ঘটে যাওয়া চলতি ঘটনা প্রবাহ ।
6. Compliance & CSR.
7. Product safety issues.
8. Creative হতে হবে ।
9. সাবাই যেভাবে চিন্তা করে তার থেকে একটু আলাদা ভাবে সব কিছু বুঝার শক্তি থাকতে হবে ।
10. পরিশ্রমী ও উদ্দ্যেমী হতে হবে ।
11. অস্থির হলে চলবেনা ।
12. প্রচন্ড ধৈর্যের অধিকারী হতে হবে ।
13. সর্ব শেষ যেখানে পারে ডাইং,নিটিং,প্রিন্টিং সেখানে ঢুকে পড়তে হবে । বসে থাকা যাবে না । সবার সফলতা কামনা করছি । ধন্যবাদ !!

No comments:

Post a Comment