Thursday, January 22, 2015

-::::::শুরু হতে চলেছে ১২তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারী প্রদর্শনী:::::-

টেক্সটাইল ও পোশাক শিল্প ইন্ডাস্ট্রি গুলো বাংলাদেশের অর্থনীতিতে এক অনবদ্য অবদান রেখে চলেছে । আর যার কারনে বস্ত্র শিল্প হয়ে উঠেছে বাংলাদেশের অর্থনীতির এক মৌলিক চালিকাশক্তি। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে বাংলাদেশকে এখন অনেক কিছুই পরিহার করে নতুন মেশিন বা যন্ত্রপাতি নিয়ে এগিয়ে যেতে হবে। আর এরই অংশ হিসেবে প্রতিবছরের মত এবারও আয়োজিত হতে চলেছে এক টেক্সটাইল মেশিনারী প্রদর্শনী ।


আগামী ৪-৭ই ফেব্রুয়ারী ,২০১৫ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাইতো বসছে ১২তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারী প্রদর্শনী। যেখানে থাকছে অষ্ট্রেলিয়া, অষ্ট্রিয়া, বাংলাদেশ, বেলজিয়াম, ইতালি, জাপান, কোরিয়া, জার্মানি, পাকিস্থান, সিঙ্গাপুর ও আরো অনেক দেশ থেকে আগত মডার্ন টেকনোলজি সমৃদ্ধ মেশিনারীজ প্রদর্শনী। যার মধ্যে আছে Spinning, Weaving, Knitting, Dyeing, Printing, Finishing, Sewing ,Testing, CAD/CAM এর অনেক নতুন মেশিন।

No comments:

Post a Comment